পাবনায় পুলিশ সুপারসহ ১১ জন আক্রান্ত

ক্রাইমবার্তা রিপোট : পাবনায় গত ২৪ ঘন্টায় আরো ১১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে৷ এদিকে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। শুক্রবার দুপুরে পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এতে তার করোনা পজিটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ্য ও ভাল আছেন বলে জানান গৌতম কুমার।
পাবনায় প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাবনা সদরে ১,   চাটমোহরে ১,  ভাঙ্গুড়ায় ১,  আটঘড়িয়ায় ৩, সুজানগরে ৪ ও সাঁথিয়ায় ১ জন  এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৮ জনে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে পুলিশ, সরকরী বেসরকরী চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আছেন। সিভিল সার্জন মেহেদী ইকবাল জানান, জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল।

এরপর গত এক মাস ২৫ দিনে জেলার ৯ উপজেলায় ১৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। এ পর্যন্ত পাবনায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত দশজন সুস্থ হয়েছে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অনেকের মধ্যে কোনো উপসর্গ নেই। আক্রান্ত অধিকাংশ ব্যক্তিদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।