ক্রাইমবার্তা রিপোট: মথুরেশপুর (কালিগঞ্জ) থেকে ॥ কালিগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী নদীতে এক জেলের জালে প্রায় ৩০ কেজি ওজনের দুর্লভ প্রজাতির একটি কচ্ছপ আটকা পড়েছে। শুক্রবার বিকেলে জেলে আল আমিনের নিজস্ব নৌকা নিয়ে নদীতে রেণু বাগদার পোনা শিকার করতে গেলে তার নেট জালে কচ্ছপটি ধরা পড়ে। পরে স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিনকে অবগত করলে তিনি জেলের জিম্মায় কচ্ছপটি রাখতে নির্দেশনা দেন। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন যাবৎ সিমান্তবর্তী কালিন্দী নদীতে রেণু বাগদার পোনা ধরে জীবিকা নির্বাহ করে আসছে। শুক্রবার বিকেলে নদীতে জোয়ারের সময় মাছ ধরতে গেলে তার নেট জালে বড় একটি কচ্ছপ আটকা পড়ে। এসময় স্থানীয়দের সহযোগিতায় সেটি বাড়িতে আনা হয় এবং বিক্রয়ের প্রস্তুতি চলতে থাকে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনায় বসন্তপুর ভূমি অফিসের অফিস সহায়ক সাধন কুমার বিশ্বাস, গ্রাম পুলিশ সেলিম হোসেন এর মাধ্যমে কচ্ছপটি অবমুক্তকরণের জন্য জেলের বাড়িতে রাখার নির্দেশ দেন। বিলুপ্তপ্রায় কচ্ছপ ধরা পড়াটা বেশ আশ্চর্যজনক ঘটনায় তার বাড়িতে স্থানীয়রা ভিড় জমায়। এ বিষয়ে জেলে আল আমিন বলেন, নদীতে মাছ ধরার সময় জালে বড় একটি কচ্ছপ আটকা পড়ে। পরে সেটি বাড়িতে নিয়ে আসি। প্রশাসনের নির্দেশনায় বাড়িতে রেখেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিনের নিকট কচ্ছপ ধরা পড়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিরল প্রজাতির কচ্ছপটি জেলের বাড়িতে রাখার নির্দেশনা দিয়েছি। আগামিকাল বন্যপ্রাণীটি উদ্ধার করে অবমুক্ত করা হবে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …