সাতক্ষীরায় আরো ১২ জনসহ ৮০ জন করোনায় আক্রান্ত

ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরায় নতুন করে আরো ১২ জনের করোনা সনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবের পরীক্ষারায় উক্ত সংখ্যাক আক্রান্ত সনাক্ত করা হয়। এনিয়ে জেলায় মোট সনাক্ত ৮০ জন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা জেলায়০১/০৬/২০২০ থেকে ১৩/০৬/২০২০ পর্যন্ত #কোভিড১৯_পজিটিভ_রোগীর_এলাকাভিত্তিক_বিবরণ-

#সদর-৭
লাবসা-১
ঘোনা-১
মুন্সিপাড়া-২
দেবনগর-১
পুলিশ-১
মুনজিতপুর-১

#তালা-৬
খালিসখালি-১
কাটাখালি-১
নগরঘাটা-১
মাগুরা-১
কিসমতঘোনা-১
জালালপুর -১

#কলারোয়া-৪
বাত্রা-১
দিয়াড়া-১
মাহমুদপুর-১
খোরদো-১

#কালিগঞ্জ-৪
নলতা-১
নওয়াপাড়া-১
কুশলিয়া-১
মথুরেশপুর-১

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।