ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আমেনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টায় তিনি মারা যান। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মফিজুল মোড়লের স্ত্রী।
মেডিকেল কলেজ হাসাপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, গত রোববার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আমেনা বেগম (৩৮) মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম রাতে মারা যান। তিনি আরো জানান, ওই দিনই তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। এখনও তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মৃতের লাশ দাফনের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, মৃত ওই নারীর বাড়িসহ তার আশোপশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে।
এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৪৭৩ জনের। ইতিমধ্যে ১ হাজার ২১ জনের রিপোর্ট সিভিল সার্জন কর্যালয়ে এসে পৌছেছে। এরমধ্যে ৮৫ টি রিপোর্ট পজিটিভ বাকী সব নেগেটিভ এসছে।
০১-০৬-২০২০ থেকে ১৬-০৬-২০২০ পর্যন্ত_সাতক্ষীরা_জেলায়_কোভিড-১৯_পজিটিভ_রোগীর_এলাকাভিত্তিক_বিবরণ-
(অদ্যাবধি মোট পজিটিভ- ৮৫)
★★ সদর-১১
লাবসা-১
ঘোনা-১
পৌরসভা-৮
(মুন্সিপাড়া-৪,মুনজিতপুর-২,পুরাতন সাতক্ষীরা-১,পুলিশ-১)
দেবনগর-১
#তালা-১১
তালা(তালা,কিসমতঘোনা)-৩
সরুলিয়া-২
খালিসখালি-১
কাটাখালি-১
নগরঘাটা-১
মাগুরা-১
জালালপুর -২
#কলারোয়া-৬
জালালাবাদ (ভাটরা)-১
দিয়াড়া(খোর্দ)-৩
মাহমুদপুর-১
কেড়াগাছি(বেলেডাঙা)-১
#কালিগঞ্জ-৫
নলতা-১
কালিগঞ্জ (নওয়াপাড়া)-১
কুশলিয়া-১
মথুরেশপুর-১
ভাড়াশিমলা-১
#দেবহাটা-৬
সখিপুর-৩
পারুলিয়া(পারুলিয়া,বদরতলা)-২
দেবহাটা(টাউন শ্রীপুর)-১
#আশাশুনি-২
(আশাশুনি, শতকোনা)
#শ্যামনগর-১
মুন্সিগঞ্জ-১
(সিভিল সার্জনের কার্যালয়,সাতক্ষীরা, ১৬/০৬/২০২০)