ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরায় নতুন করে আরো ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যশোর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৮৭ জন করোনা শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের বাসিন্দা। ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ তার আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৭৬ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৮৭ জনের করোনা পজিটিভ ও বাকীসব রিপোর্ট নেগেটিভ এসেছে।
যবিপ্রবি প্রতিনিধি জহুরুল ইসলাম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ১৭ জুন, ২০২০ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে মোট ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা পজিটিভ এবং ১৮৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
করোনা টেস্টের ফলাফলে যশোরের ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের, নড়াইলের ১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের, ঝিনাইদহের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের ও সাতক্ষীরার ৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আর মাগুরার ১৬ জন ও বাগেরহাটের ৯ জনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
উল্লেখ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে গত ১৭ এপ্রিল থেকে নমুনা পরীক্ষা করে আসছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …