ক্রাইমবার্তা রিপোটঃ কলারোয়ায় এক এএসআই ও এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান। করোনা পজিটিভ শনাক্ত হওয়া আসাবুর (২৮) কলারোয়া থানায় এএসআই ও শহিদুল ইসলাম (৫২) গ্রামীণ ব্যাংকের কয়লা শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত। গত ১৬ জুন খোরদো গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত আল আমিন হাওলাদারও (২৩) করোনা পজিটিভ হন। এ নিয়ে গত ৩ দিনে কলারোয়ায় গ্রামীণ ব্যাংকের ২ জন স্টাফ করোনা পজিটিভ হলেন। জানা গেছে, ব্যাংকার শহিদুল ইসলামে বাড়ি সাতক্ষীরার দেবহাটায়। বসবাস করেন কলারোয়া সরকারি কলেজের পশ্চিম পার্শ্বের একটি ভাড়া বাড়িতে। তিনি বর্তমানে ওই ভাড়া বাড়িতেই অবস্থান করছেন। এএসআই আসাবুর সাতক্ষীরায় আইসোলেশনে রয়েছেন। সবমিলিয়ে উপজেলায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ জন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …