বিনম্র শ্রদ্ধায় দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দীনের শাহাদাত বার্ষিকী পালন

সাতক্ষীরা প্রতিনিধি।।
বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসায় পালন করা হয়েছে দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স.ম আলাউদ্দীনের ২৪ তম শাহাদাত বার্ষিকী।
গতকাল শুক্রবার সকাল ৯টায় শহীদ স ম আলাউদ্দীনের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক পত্রদূত পরিবার, তালা উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়, স ম আলাউদ্দীন স্মৃতি সংসদ, তালা উপজেলা ওলামা লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় কবর জিয়ারতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারি, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি প্রমূখ।
পরে সকাল ১০টায় অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে দৈনিক কালের চিত্র মিলনায়তনে ‘খুনী গডফাদার ও তাদের সুবিধাভোগী সঙ্গীদের সামাজিকভাবে বয়কট করুন, ঘৃণা করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দীনের ২৪তম শাহাদাত বার্ষিকীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আনিসুর রহিম, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারি, এম কামরুজ্জামান, শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স ম আলাউদ্দীন ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক সাতক্ষীরার স্বপ্নদ্রষ্টা, ভোমরা স্থল বন্দরের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা চেম্বার অব কমাসের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা ট্রাক টার্মিনালের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু পেশা ভিত্তিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাতক্ষীরায় কৃষি, শিল্প, চিংড়ি শিল্প বিকাশের অন্যতম পুরোধা, কারিগরি শিক্ষার রূপকার, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য গণমানুষের নেতা। স ম আলাউদ্দিনকে ১৯৯৬ সালের ১৯ জুন রাতে সাতক্ষীরার কালোবাজারী গডফাদার চক্র খুন করেছিল। ২৪ বছর অতিবাহিত হলেও চাঞ্চল্যকর এ হত্যার বিচার আজও সম্পন্ন হয়নি। বক্তারা বলেন, স ম আলাউদ্দিন হত্যার বিচার ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে স,ম আলাউদ্দীদের খুনীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান বক্তারা।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।