সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ টি ইউনিয়নে ৩৮৪ জন প্রান্তিক কৃষকদের মাঝে সবজি’র বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এই বীজ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ বিতরণের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়নের ৩২ জন করে উপজেলার মোট ৩৮৪ জন কৃষকের মাঝে কুমড়া, করোলা, লাউ, লালশাক, ডাটা শাক, ঝিংগাসহ ৯ প্রকারের হাইব্রীড বীজ বিতরণ করা হয়।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …