ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ১৯ জুন, ২০২০ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজিটিভ এবং ১৭২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। ফলাফলে সাতক্ষীরার ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, জেলা থেকে এ পর্যন্ত যশোর ও খুলনার ল্যাবে ১৪৯১টি নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে রিপোর্ট এসেছে ১০৩৭টি। প্রাপ্ত রিপোর্টে জেলায় মোট ৯৮ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
এদিকে আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ল্যাবের রিপোর্ট এলেও খুলনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সাধারণত খুলনার রিপোর্ট সন্ধ্যার দিকে পাওয়া যায়।
এদিকে সাতক্ষীরা জেলা পুলিশ সুত্রে জানা যায়, কলারোয়া থানার এএসআই আসাবুর রহমান এবং সাতক্ষীরা পুলিশ লাইনের হাবিলদার হাফিজুর রহমান করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ লাইনে কর্মরত একজন ক্লিনারও রয়েছেন।
: সাতক্ষীরায় পুলিশের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। আজ শুক্রুবার খুলনা পিসিআর ল্যাব থেকে সাতক্ষীরা পুলিশ সুপারকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাতক্ষীরা জেলা পুলিশের ফেসবুক আইডিতে এক স্ট্যাচ্যাসএ এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে জেলা পুলিশের দুই সদস্য করোনা পজেটিভ হয়েছে, তার নিরাপদ ও ভাল আছে। সবাই সতর্ক হোন।Sp Satkhira District
এদিকে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের দামার পোতা গ্রামের সাদেক মোল্লার ছেলে রিয়াল হোসেন ৩৭ গতকাল রাত ১১টায় ঢাকা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরার রিয়েল (৩৫) নামের এক পোশাক শ্রমিক ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দামারপোতা গ্রামের সাদেক আলী মোল্যার ছেলে। বৃহস্পতিবার রাতে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শুক্রবার সকালে তার মরদেহ সাতক্ষীরায় আনা হয়। দামারপোতা গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে রিয়েল নামের ওই পোশাক শ্রমিমের দাফন কাজে সার্বিকভাবে পরিবারের সদস্যদের সাথে অংশ নেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা। স্থানীয়রা জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।
ড়