স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মাদ ইলতুৎমিশকে গাজীপুরের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদার ২১৫ জন কর্মকর্তার দপ্তরে পরিবর্তন এনেছে সরকার। পুলিশ সদর দপ্তর জেলা এবং বিভিন্ন বিভাগে কর্মরত এসপিদের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। মোহাম্মদ ইলতুৎ মিশ বাংলাদেশ পুলিশের ২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি রাজবাড়ির পানসি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি বিভাগের ছাত্র ছিলেন তিনি। এর আগে তিনি সাতক্ষীরা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন পদে সুনাম ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তান ও এক কন্যার জনক।
Check Also
আশাশুনি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও …