শরুতেই করোনা মুক্ত জেলার তালিকায় সাতক্ষীরার নাম থাকলেও বর্তমানে করোনা পজেটিভ রোগীর সংখ্যা একশ ছাড়িয়েছে। এরই মধ্যে সিভিল সার্জর অফিসের স্টাফ,পুলিশ সদস্য, ব্যাংক কর্মকতাসহ ২১ জুন রবিবার পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা একশ। এছাড়া একই ব্যক্তির শরীরে দুইবার করোনা পজেটিভ এসেছে ৫ জনের। ২৬ এপ্রিল সাতক্ষীরায় প্রথমে শহরের কাটিয়া এলাকার মাহমুদ হাসানের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। এর পর থেকে জেলায় ৯৫ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। এছাড়া ৫ জন ব্যক্তির শরীরে দ্বিতীয় বার করোনা পজেটিভ পাওয়া যায়। রবিবার পর্যন্ত এ জেলায় ১১ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এমন তথ্য জানা যায়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) এর পিসিআর ল্যাবে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগী পজেটিভ সংখ্যা হলো- সদরে
আক্রান্ত রোগীরা হলো-সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কাটিয়া এলাকার(১) মাহমুদুর রহমান, বয়স: ৩৮। আক্রান্তের তারিখ

সাতক্ষীরা সদর:
সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে (৩১) সেলিম হোসেন, বয়স: ২৪ আক্রান্তের তারিখ (২৩/০৫/২০), শিপপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আরিজুলের ছেলে (৩৫)আরিফ, বয়স:২০, আক্রান্তের তারিখ (২৭/০৫/২০),দেবনগরের আব্দুল মজিদের ছেলে(৩৬) মাসুম বিল্লাহ, বয়স: ২৫, আক্রান্তের তারিখ (২৭/০৫/২০), (৩৯)হাসিনা খাতুন, বয়স: ৪৮, আক্রান্তের তারিখ (২৭/০৫/২০),পলাশপোল গ্রামের শয়দুল তালুকদারের ছেলে (৪১) রাশেদ, বয়স: ২৫, আক্রান্তের তারিখ (৩০/০৫/২০),লাবসার জিয়ারুলের ছেলে (৪৬) সোহাগ হোসেন, বয়স: ২৮, আক্রান্তের তারিখ (০৬/০৬/২০),ঘোনা এলাকার লুৎফর রহমানের ছেলে (৫২) মুনতাছির মামুন, বয়স: ৩৮, আক্রান্তের তারিখ (০৬/০৬/২০),পৌরসভার মুন্সিপাড়া এলাকার (৫৯) আনিছুজ্জামান, বয়স: ৪৯, আক্রান্তের তারিখ (১১/০৬/২০),দেবনগর গ্রামের আমরাফ আলির ছেলে (৬১) সাগর, বয়স: ১৯, আক্রান্তের তারিখ (১১/০৬/২০),পুলিশ সদস্য(৬৪) এসকে ফরিদ আহম্মেদ, বয়স: ৪৭, আক্রান্তের তারিখ (১১/০৬/২০) পৌরসভার মুনজিতপুর এলাকার মাহবুব রহমানের ছেলে (৬৭) আনারুল ইসলাম, বয়স: ৫০, আক্রান্তের তারিখ (১২/০৬/২০), মুন্সিপাড়া এলাকার (৬৯) এস কে লিমন, আক্রান্তের তারিখ (১২/০৬/২০),পৌরসভার মুন্সিপাড়া এলাকার আহসান কবিরের মেয়ে (৭৮) আফরোজা বয়স: ৩২, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০),তার পিতা (৭৯)আহসান কবির বয়স: ৫২, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০),পৌরসভার মুনজিতপুর এলাকার,নুরুল হক সরদারের ছেলে(৮১) মনিরুজ্জামান, বয়স: ৪২, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০),পৌরসভার পূরাতন সাতক্ষীরার (৮৭) জাকির চৌধুরি, বয়স: ৩২, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০), পৌরসভার পালপোল এলাকার (৯৪)নাছির উদ্দীন, বয়স:৪৩, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০) , সদরের (৯৫) হাফিজুর রহমান, বয়স: ৩২, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০), পূরাতন সাতক্ষীরা এলাকার (৯৭) প্রদিব দত্ত, বয়স: ৬০, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০),একই উপজেলার (৯৯)দিপংকর কর্মকার, বয়স: ৪০, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০), সিভিল সার্জন অফিসের স্টাফ(১০০) সৈয়েদ মিজানুর রহমান, বয়স: ৫৬, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০),

দেবহাটা:
দেবহাটার জমাত গাজীর ছোট ছেলে(১১) শরিফুল ইসলাম, বয়স: ৩২ আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),
একই উপজেলার দেবহাটা গ্রামের জমাত গাজীর বড় ছেলে,(১২) আকবার গাজী ,বয়স: ৪০ আক্রান্তের তারিখ (১৭/০৫/২০), মেঝ (১৩)ছেলে হাফিজুল ইসলাম, বয়স: ৩৮ আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),এবং ছোট ছেলে বয়স: ৩২ আক্রান্তের তারিখ (১৭/০৫/২০)।একই উপজেলার বাসাবতপুর গ্রামের আকবর গাজীর(১৪) মেয়ে বানুরা, বয়স: ৩০ আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),মুছা গাজীর মেয়ে (১৫) হালিমা বেগম, বয়স: ২৩ আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),সাইফুল্লাহর মেয়ে (১৬) হালিমা, বয়স: ২৫, আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),হাসান আলী গাজীর মেয়ে (১৭) জবেদা খাতুন, বয়স: ২৬ আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),বাসন্তপূর গ্রামের নজরুল গাজীর ছেলে(১৮) সাইফুল গাজী , বয়স: ২৮, আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),জয়নাল আবেদিনের মেয়ে(১৯) হালিমা খাতুন, বয়স: ৩০ আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),রিজাউল গাজীর ছেলে(২০) মামুন, বয়স: ১৪, আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),আব্দুর রহমান(২১) বয়স: ৬০আক্রান্তের তারিখ (১৭/০৫/২০), আকবার আলী গাজীর মেয়ে (২২) খাদিজা, বয়স: ০৬,আক্রান্তের তারিখ (১৭/০৫/২০)। মুসূা আজিজের ছেলে(২৩) মুজাহিদ গাজী, বয়স: সাড়ে ৩ বছর, আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),বসন্তপুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে(২৪) আলামিন, বয়স:১৯,আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),অপর ছেলে (২৫) মান্নান , বয়স: ১৮, আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),ধুলিহরপুর গ্রামের হাসান আলী গাজীর (২৬) ছাদিয়া সুলতানা , বয়স: ০৭, আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),ও তার ছেলে (২৭) ছোট শিশু হাসিব বাবু, বয়স: ০২,আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),তুলকুড়ি এলাকার (৪০) মমতাজ বেগম. আক্রান্তের তারিখ (২৭/০৫/২০),উত্তর পারুলিয়ার সুলতান গাজীর ছেলে (৪৪)শফিকুল ইসলাম, বয়স: ৪১, আক্রান্তের তারিখ (২৯/০৫/২০),সুলিগাতির আব্দুল আহাদের ছেলে (৪৫) আব্দুর রউফ, বয়স: ৫৫, আক্রান্তের তারিখ (২৯/০৫/২০), মান্দার গাজীর ছেলে(৫৫) রিজাউল করিম গাজী, বয়স: ৪৫, আক্রান্তের তারিখ (০৮/০৬/২০),যার শরীরে দ্বিতীয় বার করোনা পজেটিভ এসেছে। সখিপুর এলাকার (৭০) সাইরা বিবি, বয়স: ৬৫, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০), বদরতলা এলাকার (৭১) খাদিজা বিবি, বয়স: ৭০, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০),সখিপুরের(৭২) রাজু আহম্মদ, বয়স: ২২, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০), উত্তর পারুলিয়ার(৭৬) সফিকুল ইসলাম, বয়স: ৪১, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০),যার দ্বিতীয় বারেও করোনা পজেটিভ ধরা পড়ে। গ্রাম থানা,সবই দেবহাটা,যার মোবাইল নম্বর ০১৭১৪৬৬৩৬৩০(৭৭)তিনিও দ্বিতীয় বার করোনায় আক্রান্ত। সখিপুর এলাকার (৮২) হালিমা খাতুন, বয়স: ৩০, আক্রান্তের তারিখ (১৪/০৬/২০),সখিপুরের(৮৬) সুরাইয়া, বয়স: ২৮, আক্রান্তের তারিখ (১৫/০৬/২০),

কালিঘঞ্জ:
কালিগঞ্জ উপজেলার দেবহাটার মান্দারগাজীর ছেলে (৩)রিজাউল করিম, বয়স: ৪৫। আক্রান্তের তারিখ (০৫/০৫/২০),বাসন্তপুর গ্রামের (৬) নুরুল ইসলাম,বয়স:৭০ । আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),করিম গাজীর ছেলে (৭) হাসান, বয়স: ৫০। আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),সুশিলগাতি গ্রামের আব্দুল হামিদের ছেলে (৮) আবুল কালাম, বয়স: ৪০। আক্রান্তের তারিখ (১৭/০৫/২০), কোরা গ্রামের (৯) আবু সাইদ বয়স: ১৮। আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),মোকসেদ গাজীর ছেলে (১০) মুসা গাজী (৩২), বয়স: ৭০ । আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),নলতার কাজলা গ্রামের আবু বক্র সিদ্দিকের ছেলে(৪৮) ডা.আমিরুল, বয়স: ৩২, আক্রান্তের তারিখ (০৬/০৬/২০),নওয়াপাড়া এলাকার বাহার আলী সরদারের ছেলে(৫৬) মহিবুল ইসলাম, বয়স: ৩৮, আক্রান্তের তারিখ (০৮/০৬/২০),সিতলপুল এলাকার (৫৭)সুমাইয়া পারভিন, বয়স: ২৫, আক্রান্তের তারিখ (০৯/০৬/২০),কুশখালি ইউনিয়নের,বাজার গ্রামের (৫৮) হামিদুল, বয়স: ২৭, আক্রান্তের তারিখ (০৯/০৬/২০),ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মাহবুব আলীর ছেলে(৮০) রাজু আহম্মেদ, বয়স: ৩০, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০),মথেরেশপুর এলাকার হারুন আর রশিদের ছেলে(৯১)নাইম, বয়স: ২৬, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০),বালিয়াডাঙ্গা এলাকার(৯২) নজরুল ইসলাম, বয়স: ৪৯, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০),

তালা:

তালা উপজেলার নগর ঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের (২)সঞ্জয় সরকার,বয়স: ৩৫। আক্রান্তের তারিখ (৩১/০৪/২০) কয়লা সেনতলার (৪২) রিয়াদ, বয়স: ১৩, আক্রান্তের তারিখ (৩০/০৫/২০),খলিসখালি এলাকার(৪৯) সুমি বেগম, বয়স: ২৬, আক্রান্তের তারিখ (০৬/০৬/২০),খলিসখালি ইউনিয়নের কাটাখালি গ্রামের (৫৩) আসমা খাতুন, বয়স: ২৮, আক্রান্তের তারিখ (০৬/০৬/২০),নগরঘাটার(৬০) রুমা বেগম, বয়স: ২৮, আক্রান্তের তারিখ (১১/০৬/২০),মাগুরা গ্রামের(৬৩) ফতেমা বেগম, বয়স: ৪৭, আক্রান্তের তারিখ (১১/০৬/২০),তালার কেসমোত গাজীর ছেলে(৬৬) আজিজুর রহমান, বয়স: ৩৪, আক্রান্তের তারিখ (১২/০৬/২০), জালালপুরের কানায়দিয়া গ্রামের (৬৮) সুবেনদো হালদার, বয়স: ২৬, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০), জালালপুরের(৭৩) রিপন মোড়ল,(৭৪) রমা দাস, বয়স: ২৫, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০),(৭৫)হেনা বিশ্বাস, বয়স: ১৪, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০), দেওয়ানি পাড়ার(৮৮) মাওলানা রেজওয়ান ইসলাম, বয়স: ৫০, আক্রান্তের তারিখ (১৫/০৬/২০), (৮৯)লুৎফর মোড়ল, বয়স: ৪৯, আক্রান্তের তারিখ (১৫/০৬/২০),নগরঘাটা গ্রামের (৯৩) মো: মনিরুজ্জামান, বয়স: ৩৩, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০),

কলারোয়া:
কলারোয়া উপজেলার (৫) মাজেদুল ইসলাম বয়স: ৩৭। আক্রান্তের তারিখ (১৬/০৫/২০),ডারকি গ্রামের মাজেদুল ইসলামের ছেলে (২৯) মিম. বয়স: ৭০ আক্রান্তের তারিখ (২০/০৫/২০), হিজলদি গ্রামের মফিজুলের ছেলে (৩২) ইব্রাহিম, বয়স: ২২ আক্রান্তের তারিখ (২৩/০৫/২০), চন্দনপূর এলাকার রজমান আলীর ছেলে (৩৪)আবুল কালাম, বয়স: ৫২ আক্রান্তের তারিখ (২৫/০৫/২০),নাথপুর গ্রামের আবুল কালামের ছেলে (৩৭) খালাদার, বয়স: ২২, আক্রান্তের তারিখ (২৭/০৫/২০),বড় মেয়ে (৩৮) সালিহা, বয়স: ২৫, আক্রান্তের তারিখ (২৭/০৫/২০),বাটরার সিংহলাল গ্রামের তারিকুল ইসলামের ছেলে (৪৭) ইমরান বয়স: ২৭, আক্রান্তের তারিখ (০৬/০৬/২০), খোরদো এলাকার আবিশেরে মেয়ে(৫১) তরিফা তরফদার, বয়স: ২৪, আক্রান্তের তারিখ (০৬/০৬/২০),খোরদো এলাকার রনজিত পালের ছেলে(৬৫) ছট্টু পদ পাল, বয়স: ৪০, আক্রান্তের তারিখ (১২/০৬/২০), একই এলাকার (৮৩) আলামিন, বয়স: ২৬, আক্রান্তের তারিখ (১৫/০৬/২০),বেলিডাঙ্গা এলাকার (৮৫) সুমি আফরিন, বয়স: ২৩, আক্রান্তের তারিখ (১৫/০৬/২০),পুলিশ সদস্য (৯৬) আশরাফুল, বয়স: ২৫, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০),একই উপজেলার(৯৮) শহিদুল ইসলাম, বয়স: ৫২, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০),

আশাশুনি:
আশাশুনি উপজেলার বাবুলিয়া গ্রামের(৪) নিলুফা ইয়াসমিন, বয়স: ২৫। আক্রান্তের তারিখ (১৪/০৫/২০),তুয়েরডাঙ্গা গ্রামের প্রভাস চন্দ্র গাইনের ছেলে(২৮) সঞ্জয় গাইন, বয়স: ৩০ আক্রান্তের তারিখ (১৭/০৫/২০)। কাডামদাগ গ্রামের জামিরুর বিবির ছেলে(৩০) দিবলা মোল্লা, বয়স: ৩২ আক্রান্তের তারিখ (২২/০৫/২০),সতকানা এলাকার মোহাম্মদ আলীর ছেলে (৫৪) মোজাম্মেল, বয়স: ৩৪, আক্রান্তের তারিখ (০৮/০৬/২০), (৮৪)মোজাম্মেল, বয়স: ৩৪, আক্রান্তের তারিখ (১৪/০৬/২০), যার দেশে দ্বিতীয় বারেও করোনা পজেটিভ ধরা পড়ে।

শ্যামনগর:

শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর গ্রামের (৩৩) ওবায়দুল্লাহ, বয়স: ৩৩, আক্রান্তের তারিখ (২৪/০৫/২০),আটুলিয়া এলাকার (৪৩) আব্দুর রহমান, বয়স: ২০, আক্রান্তের তারিখ (৩০/০৫/২০),মুন্সিগঞ্জ এলাকার উত্তর কদমতলা গ্রামের (৫০) কায়কোবাদ হোসেন, বয়স: ৩০, আক্রান্তের তারিখ (০৬/০৬/২০),বংশিপুরের(৯০) এসকে রবিউল ইসলাম,

ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ১৯ জুন, ২০২০ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজিটিভ এবং ১৭২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। ফলাফলে সাতক্ষীরার ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, জেলা থেকে এ পর্যন্ত যশোর ও খুলনার ল্যাবে ১৪৯১টি নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে রিপোর্ট এসেছে ১০৩৭টি। প্রাপ্ত রিপোর্টে জেলায় মোট ৯৮ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
এদিকে আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ল্যাবের রিপোর্ট এলেও খুলনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সাধারণত খুলনার রিপোর্ট সন্ধ্যার দিকে পাওয়া যায়।
এদিকে সাতক্ষীরা জেলা পুলিশ সুত্রে জানা যায়, কলারোয়া থানার এএসআই আসাবুর রহমান এবং সাতক্ষীরা পুলিশ লাইনের হাবিলদার হাফিজুর রহমান করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ লাইনে কর্মরত একজন ক্লিনারও রয়েছেন।

১৯/০৬/২০২০– ৯৮
সদর-
কলারোয়া-
তালা-
দেবহাটা-
কালিগঞ্জ-
আশাশুনি –
শ্যামনগর-

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।