খালিদ ইবনে খলিলঃ যশোর সদর: যশোর সদর উপজেলার বারীনগর বাজারে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার অপরাধে সোমবার শামীম আহসান নামে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পেশকার নাজমুল হুসাইন জানান, সদর উপজেলার সাতমাইলে (বারীনগর) একটি কোচিং সেন্টার খুলে সেখানে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে এমন খবর পান তারা। এ খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিকেলে সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পান। এ সময় আদালত কোচিং সেন্টারের মালিক শামিম আহসান কে ২ হাজার টাকা জরিমানা করেন। শামিম আহসান সৈয়দপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …