হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জের নলতায় দুই জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। প্রশাসন দুটি বাড়ি লকডাউন ঘোষনা করেছেন।
উপজেলার নলতা ইউনিয়নের নলতা ও পূর্ব নলতার দুইটি বাড়ি লকডাউন করা হয়।
সুত্রে জানাগেছে, নলতার এরশাদ বিশ্বাস এর পুত্র হোসেন আলী (৪৭) ও পূর্ব নলতার হাবিবুর রহমানের স্ত্রী আয়শা খাতুন (৪৫) এর ২১ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। ২৪ জুন তাদের পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এসংবাদে কালিগঞ্জ থানার চৌকস উপ-পরিদর্শক এমদাদুল হক ও নলতা ইউপির সচিব কামরুল হাসান বাবু স্থানীয় জনপ্রতিনিধীদের নিয়ে ২টি বাড়ি সাইনবোর্ড লাগিয়ে লকডাউন করে দেন। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান করোনা পজেটিভ এর সত্যতা স্বীকার করে বলেন ভয় নয় সচেতনতার মাধ্যমে করোনাকে করতে হবে জয়। আমি ভাল থাকবো আমার পরিবার ও প্রতিবেশিকে ভালো থাকতে সহায়তা করবো। তাহলে পরিবার, প্রতিবেশি এবং দেশ ভাল থাকবে।
লকডাউন কালে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম এর সদস্য সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম, টিম লিডার আবু হাসান উপস্থিত ছিলেন।
