স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের ফ্রি অনলাইন প্রশিক্ষণ মঙ্গলবার উদ্বোধন করলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সরকারের আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দেশের তরুণ-তরুণীদের আউটসোর্সিংয়ে সক্ষমতা বৃদ্ধিকল্পে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জুবায়ের হোসেন, পরামর্শক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম খান ও মাহবুব হাসান। এ সময় জানানো হয়, সর্বনিম্ন এইচএসসি বা সমমান পাশ যে কোন বয়সী আগ্রহী নারী/পুরুষ বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এ পর্যন্ত ৫০ দিনব্যাপী (২০০ ঘণ্টার) লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে অংশগ্রহণ করার জন্য প্রায় এক হাজার যুবক ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। রেজিস্ট্রেশনকৃত প্রার্থী থেকে বাছাই করে যাদের ব্যক্তিগত কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ রয়েছে তাদেরকে প্রাধান্য দিয়ে ব্যাচ গঠন করা হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদেরকে আইসিটি ডিভিশন কর্তৃক সনদ প্রদান করা হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন মার্কেট প্লেসে আয় ও স্থানীয় প্রতিষ্ঠানে চাকুরী এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি হবে। এ জেলায় সর্বনিম্ন ১৬টি ব্যাচে ৩২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করতে পারবেন। যারা এই প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তারা এখনো রেজিস্ট্রেশন করতে পারবেন…… ওয়েব সাইটের লিংক: ledp.ictd.gov.bd/registration
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …