ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী শান্তিকামি দল স্বাধীনতার প্রতিক বাঙালি জাতীর মুক্তির সোপান বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা মুনসুর আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী শিমুন শামস্, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জিএম ওয়াহিদ পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, ছাত্রনেতা আশিক রেজা অপু সহ প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সকলের উদ্দেশ্যে বলেন, বাংলা ও বাঙালির মুক্তির সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, দীর্ঘ ৫০ বছর ধরে মানুষের কল্যান ও অধিকার প্রতিষ্ঠা করার জন্য জাতির পিতার আদর্শে নিজেকে বিলিয়ে আমার জেলা সাতক্ষীরাতে কাজ করে যাচ্ছি। কখনো এমন মহৎ সংগঠনের অবমাননা করতে দেয় নাই। সেই মহান স্বাধীনতা যুদ্ধ থেকে আজ অবদি পিছুপা না হয়ে সংগঠনের গতিশীলতা বজায় রেখেছি। আমি বিশ্বাস করি যার ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ তথা জাতির পিতার আদর্শ বিদ্যমান সে কখনো এমন সংগঠন চ্যুত হবে না। আমি আমার সকল দলীয় নেতাকর্মীদের কাছে আহবান জানাচ্ছি বিবেক দিয়ে দল করুন মানবতা নিয়ে মানুষের সেবা করুন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ তার পূর্ণ সার্থকতা পাবে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …