তালায় দারোগার সামনে একজনকে কুপিয়ে জখম: আহত ৪

: আকবর হোসেন: তালা:   তালায় পূর্ব শক্রতার জেরে তেতুলিয়া ইউনিয়নে কলিয়া গ্রামে ইদ্রিসগং কর্তৃক জাতপুর থানার এসআই সাইদুর রহমানের সামনে একই এলাকার মো. আবুল হোসেন মন্টুর স্ত্রীকে কুপিয়ে জখমসহ ৪জনকে আহত করেছে। বর্তমান ২জন তালা হাসপাতালে ভর্তি আছে। তালা থানায় লিখিত এজাহার দায়ের করেছে ভুক্তভোগীরা।
ঘটনার বিবরণে জানা গেছে, তেতুলিয়া ইউনিয়নে কলিয়া গ্রামের মৃত কেরামত আলী মাহমুদের পুত্র আবুল হোসেন মন্টু (৫০) বলেন, পৈত্রিক জমির মাপকে কেন্দ্র করে, একই এলাকার মৃত সানা তুল্লা মাহমুদের পুত্র ইদ্রিস আলী (৩৫), হেকমত আলী মাহমুদের পুত্র মিজান মাহমুদ (৫২), জিয়াউর মাহমুদ (৩৫), হামিদ আলী মাহমুদ (৫৫), ফজর আলী মাহমুদের পুত্র রবিউল ইসলাম (৩০), রহমান মাহমুদের পুত্র রফিকুল মাহমুদ (২৮) এবং মুত খাদেম আলী মাহমুদের পুত্র শাহিনুর মাহমুদ (৩২) উভয়ে মিলে বুধবার (২৪জুন) সকাল ১০টার সময় আমার নিজ বাড়িতে ঢুকে জাতপুর ক্যাম্পের এসআই সাইদুর রহমানের সামনে, প্রথমে ইদ্রিস আলী মাহমুদ আমাকে বেধকড় মাধধোর করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র গাছকাটা দা দ্বারা আমার মাথায় কোপ মারতে গেলে, আমার স্ত্রী হালিমা বেগম (৪৫) ঠেকাতে যায়। সেই দায়ের কোপ হালিমার মাথায় মারে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। বর্তমানে সে তালা হাসপাতালে ভর্তি আছে। তার মাথায় ১৩টি সেলাই দেয়া হয়েছে। এর পরে সকলে মিলে আমার ডিগ্রী পড়–য়া কন্যা রাফিজা খাতুন (২২) এর জামাকাপড় ছিড়ে ফেলে। এরপর আমার মাতা রিজিয়া বেগম (৭০), আমার ভাই মো. আবুল হাসান (৩৫), আবুল কাশেম (৪৫), একাদশ শ্রেণির ছাত্র তামিম (১৭), আমার খালা ভানু বিবি (৬০), আমার এইটে পড়া ছেলে তাজনিম মাহমুদ (১২) কে সন্ত্রাসী কায়দায় আক্রমন করে। আমাদের জীবনের শেষ করে দেয়ার হুমকি দিয়ে বেধকড় মারধোর করে। তারা আমাদের ঘরবাড়ি ভাংচুর করে। আমার মেয়ে রাফিজার গলায় আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিড়ে নেয় এবং আমার স্ত্রীর ১২ আনা ওজনের গলার চেইনও ছিড়ে নেয়। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। এ ছাড়া বাড়ির টিউবওয়েল ভেংগে দেয়। তারা এসিল্যান্ড অফিসের নোটিশকে অগ্রাহ্য করে আমাদের উচ্ছেদ করার উদ্দেশ্যে আক্রমন করে। আমরা সুবিচারের আশায় তালা থানায় লিখিত এজাহার দাখিল করেছি।
এ বিষয়ে জাতপুর ক্যাম্পের এসআই সায়েদুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, তারা যদি আইনগত সহায়তা নেয় তবে আমি সাহায্য করবো। আগামী সোমবার দুপক্ষকে নিয়ে বসার ব্যবস্থা করবো।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।