কলারোয়ায় এবার হাসপাতালের আরএমও সহ ২ জন করোনায় আক্রান্ত ॥ মোট ১৬, সুস্থ ৬

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া এবার সরকারী হাসপাতালের আরএমও এবং একজন ঔষধ কোম্পানি রিপ্রেজেনটেটিভের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বুধবার কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাক্তার শফিকুল ইসলাম (৩৫) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা শনাক্ত অপর ব্যক্তি ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ স্কয়ার ফার্মাসিউটিক্যালের সাইদুর রহমান শাহেদ (৩৫)। বুধবার (২৪জুন) তাদের এই রিপোর্ট আসার বিষয়টি নিশ্চিত করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার জিয়াউর রহমান বলেন, এ নিয়ে এদিন পর্যন্ত উপজেলায় ১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে চন্দনপুর ইউনিয়নের ৬ জন ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত ১০ জন করোনা শনাক্ত ব্যক্তি থাকলো। আর.এম.ও ডাক্তার শফিকুল ইসলাম বলেন, ‘গত ২১জুন তিনি নমুনা দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত তার কোন উপসর্গ নেই।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বলেন,তাদের বাড়ি লকডাউন ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া করা হচ্ছে। তবে করোনা পরিস্থিতিতেও নিরলসভাবে কলারোয়ায় ডাক্তার শফিকুল ইসলাম-ই রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছিলেন। হাসপাতাল ও বাইরে করোনার সম্মুখযোদ্ধা হিসেবে লড়াকু ভূমিকা পালন করতে দেখা গেছে এই চিকিৎসকের। তার গ্রামের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে। পরিবারসহ থাকেন কলারোয়া হাসপাতালের আবাসিক কোয়ার্টারে। আর স্কয়ার ঔষধ কোম্পানির রিপ্রেনজেটেটিভ শাহেদ থাকেন কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামে। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া উপজেলার পৌরসদরে ৪, দেয়াড়া ইউনিয়নে ৩, জালালাবাদে ১, লাঙ্গলঝাড়ায় ১ (পৌরসভাধীন এলাকায় ভাড়া বাসা থাকতেন) ও কেঁড়াগাছি ইউনিয়নে ১ জনসহ মোট ১০ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত রয়েছেন। তবে এদের মধ্যে পুলিশের একজন এএসআই সহ পৌরসদরের দুই ব্যক্তিকে সাতক্ষীরায় আইসোলেশনে আছেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।