দেবহাটা অফিস ॥ দেবহাটা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিশ পিস ইয়াবা সহ জিসান হোসেন নামক এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বহেরার নতুন মসজিদ এলাকা হতে তাকে ইয়াবা সহ পুলিশ গ্রেফতার করে সে বহেরা গ্রামের মোঃ হানিফের পুত্র, এসআই আসিফ মাহমুদ, এএস আই রশিদুল ইসলাম, এএসআই সোহেল উক্ত গ্রেফতার অভিযানে অংশ নেন। এ ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে।
