স্টাফ রিপোটার ॥ সারা দেশের ন্যায় সতক্ষীরা জেলায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন সনাক্ত আরো ছয়জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১২ জন। গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক সময়ে দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, কলারোয়া উপজেলার বাসিন্দা মোকাব্বের সরদারের ছেলে আবু দাউদ (৫২) ও তালা উপজেলার কুমিরা এলাকার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে ইমান আলী (৫০)। সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ মানস কুমার দৃষ্টিপাতকে জানান, চার-পাঁচ দিন আগে জ্বর শ্বাস কষ্ট নিয়ে ভর্তি হন দাউদ। চিকিৎসা চলছিল হঠাৎ রাতে তার মৃত্যু হয়। তবে আগে থেকে ক্যান্সারে আক্রান্ত ছিল। ইমান দুই দিন আগে জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হয়। রাত দুইটায় তার মৃত্যু হয়। তার নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট আসেনি। গতকাল করোনা পজিটিভ হওয়ারা হলেন, কলারোয়া উপজেলার শফিকুল ইসলাম একই উপজেলার বাসিন্দা শহিদুর রহমান, কালীগঞ্জ উপজেলার নলতা এলাকার বাসিন্দা হোসেন আলী, একই এলাকার আয়শা খাতুন, দেবহাটা উপজেলার বাসিন্দা সুরাইয়া ইয়াসমিন ও কোন পরিচয় পাওয়া যায়নি মমতাজ বেগম। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডাঃ জয়ন্ত সরকার দৃষ্টিপাতকে জানান আক্রান্তদের বাড়ি প্রশাসনের উদ্যোগে লগডাউন করা হয়েছে।
