ক্রাইমর্বাতা রিপোট : (সোমবার) ১৩ এপ্রিল ২০২০। ইব্রাহিম লোদীর সঙ্গে পানি পথের যুদ্ধে স¤্রাট বাবর বিজয়ী (১৫২৬)। যুক্তরাজ্যে রয়েল মিলিটারি একাডেমী স্থাপিত (১৭৪১)। ওয়ারেন হেস্টিংস ভারত-বাংলার গভর্নর নিযুক্ত (১৭৭২)। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রথম বর্ণ পরিচয় প্রকাশিত (১৮৫৫)। প্রবল ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশে ১৫ হাজার লোকের মৃত্যু (১৯০৫)। ভারতের অমৃতসরে এক রাজনৈতিক সমাবেশের ওপর ব্রিটিশ বাহিনীর গুলি বর্ষণে ৩৭৯ জন নিহত (১৯১৯)। প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষর (১৯১৯)। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরাকের প্রেসিডেন্ট আবদুস সালাম আরিফ নিহত (১৯৬৬)। চাঁদে অবতরণের পূর্বেই এ্যাপোলো-১৩ বিস্ফোরণ (১৯৭০)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা (১৯৭৩)। শাদে সেনা অভ্যুখানে প্রেসিডেন্ট টমবালাই নিহত (১৯৭৫)। ভারতের গঙ্গা বরাবরে হিন্দু ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৫০ জন নিহত (১৯৮৬)। আইসিসি ট্রফিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন (১৯৯৭)।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …