কালের চিত্র অফিসে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ক্রাইমর্বাতা রিপোট :  বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় দৈনিক কালের চিত্র পত্রিকা অফিস কার্যালয়ে কালের চিত্র পত্রিকার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ও পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা ও জেলা সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর বসু খোকন, কালের চিত্র পত্রিকার সহ-সম্পাদক রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পি, পৌর তাঁতীলীগের সভাপতি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহ্বায়ক ও কালের চিত্র পত্রিকার মফ:স্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, ছাত্রলীগ নেতা হাবিবুল¬াহ, শাহিন, রাব্বি প্রমূখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের যত অর্জন সবই বাংলাদেশ আওয়ামী লীগের। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশকে ভাবা যায় না। এদেশের সকল আন্দোলন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা ছিল এবং আছে।

Check Also

আশাশুনি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।