- হাফিজুর রহমান শিমুলঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মিলন হোসেনের উদ্যোগে শনিবার (২৭ জুন) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলজ ও ঔষধী গাছ রোপণ করেন। ইউপি সদস্য মিলন হোসেন জানান, মুজিববর্ষ ও আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছি। এছাড়া জীবন ধারণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হল অক্সিজেন, যা আমাদের যোগান দেয় উদ্ভিদ। বাংলাদেশের বনভূমি ২৫ শতাংশ থাকার কথা কিন্তু রয়েছে ১৬ শতাংশ যা আমাদের জন্য পর্যাপ্ত নয় । এই ঘাটতি নিরসনের জন্য আমাদের বৃক্ষ রোপন অভিযান চলমান থাকবে। তাই জীবন ধারণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যা মমতাজ বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ, এ্যাকটিভ সিটিজেন ও স্বেচ্ছাসেবক টিম লিডার রবিউল ইসলামসহ আরও অনেকে।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …