স্টাফ রিপোর্টার ॥ বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ সহ ডাকাতি প্রস্তুতিকালে ৫ জন জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব। গত ২৭ জুন রাত সোয়া ৮টার দিকে সিনিঃ মেজর মোঃ আনিস-উজ-জামান, লেফটেনেন্টঃ মোঃ সরোয়ার হোসেন, এএসপি মোঃ বজলুর রশীদের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবন এলাকায় কতিপয় জলদস্যু ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতির প্রাক্কালে খোলপেটুয়া নদী হতে মালঞ্চ নদী বরাবর বয়ার সিং নামক স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ আসাদুজ্জামান শেখ @ আসাদুল (২৬), পিতা- মৃত আব্দুল বারেক শেখ, মাতাঃ মৃন সোনাবান, সাং-দাতিনাখালী, মোঃ সোহাগ হোসেন (২১), পিতা-মোঃ আজাহার আলী, মাতাঃ মোছাঃ ফাতেমা বেগম, সাং-দাতিনাখালী, মোঃ আইয়ুব আলী গাজী (২৬), পিতাঃ মোঃ ইউসুফ আলী গাজী, মাতাঃ মোছাঃ রাহিলা খাতুন, সাং-চন্ডিপুর, মোঃ শাহাজালাল সানা (৩০), পিতা- মোঃ গনি সানা, মাতাঃ মোছাঃ আকলিমা বেগম, গ্রামঃ দাতিনা খালী ও মোঃ মাকসুদুর রহমান (৪২), পিতা- মৃত বাবর আলী মোড়ল, মাতাঃ মোছাঃ ছকিনা খাতুন, সাং-চন্ডিপুর, সর্বথানা- শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদেরকে দেশীয় তৈরি পাইপগান ১টি, বিদেশী তৈরী একনলা বন্দুক ১টি, কার্তুজ ৭ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, কাস্তে ২টি সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করতঃ মামলা রুজু প্রক্রিয়াধীন
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …