ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা পিটিআই সুপার ত্রিদিব কুমারের বাসায় অজ্ঞান পার্টির হানা, নগত অর্থ সহ স্বর্ণ অলংকার লুট। ঘটনাটি গতকাল রাত্রে শহরের সুলতানপুর পালপাড়া এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে গতকাল রাত্রে কোন এক সময় সাতক্ষীরা পিটিআই সহকারী সুপার ত্রিদিব কুমার এর বাসায় জানালা দিয়ে জিবানু নাশক ঔষধ মিশিয়ে দেয় পরে রাত্রে ত্রিদিব কুমার সহ পরিবারের সদস্য ঔষধ পান করে অচেতন হয়ে পড়ে। দুস্কৃতিকারীরা বুঝতে পেরে জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে প্রায় দেড় লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা তাদের কোন সাড়া না পেয়ে বাসায় গিয়ে দেখেন তারা অচেতন হয়ে পড়ে আছে, তাদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার ঘটনা স্থান পরিদর্শন করে। তিনি জানান ঘটনা স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়িটি নজর দারিতে রয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এসময় উপস্থিত ছিলেন সদর সার্কেল মির্জা সালাউদ্দিন সদর থানার ওসি মোঃ আছাদুজ্জামান, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
