ক্রাইমর্বাতা রিপোট: তালা: তালায় গৌরঙ্গ রায় (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বিকাল ৫টায় উপজেলার মাদ্রা গ্রামের মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক একই গ্রামের শ্রীকান্ত রায়ের পুত্র।
স্থানীয় হিরণ¥য় ম-ল বলেন, গত রবিবার দিনগত রাতে সে তার নিজস্ব ঘের পাহারার উদ্দেশ্যে ঘেরের টোং (বাসায়) যেয়ে ঘুমায়। সোমবার সকাল গড়িয়ে দুপুর পার হলেও সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে ঘেরে খুঁজতে যায়। একর্পযায়ে তার স্ত্রী ঘেরর টোং (বাসায়) যেয়ে তাকে গলায় নেট (দড়ি) পরানো অবস্থায় দেখতে পায়। তাদের সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তালা থানার ওসি (তদন্ত) সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই খন্দকার আনোয়ার হোসেন ঘটনাস্থলে যেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সতক্ষীরা মর্গে প্রেরণ করেন।
তালা থানার ওসি (তদন্ত) সেকেন্দার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় তালায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-২০ তারিখ ২৯ জুন ২০২০।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …