কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। এক শোকবার্তায় তিনি বলেন, কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব মোঃ আব্দুল হামিদ সরদার আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আত্মপ্রচার বিমুখ, দক্ষ সাংগঠক ও সৎ একজন নেতাকে আমরা হারালাম। আব্দুল হামিদ সরদার (৬৫) মঙ্গলবার (৩০ জুন) বেলা আড়াইটার দিকে ঢাকার একটি ক্লিনিকে ফুসফুসে ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না —-রাজিউন)। মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন, স্বীয় কর্মের মাধ্যমে আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ গণমানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তার মৃত্যুতে এ অঞ্চলের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিঁনি তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক ছিলেন। তিনি আমৃত্যু সেই আর্দশকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা লালন, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার ছিলেন কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …