ক্রাইমর্বাতা রিপোট: ঢাকা: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৮৪৭ জন মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে শুধু জুন মাসে (১ থেকে ৩০শে জুন) এক হাজার ১৯৭ জন করোনা রোগী মারা গেছেন। অর্থাৎ এ মাসেই করোনায় ৬৩ শতাংশ রোগী মারা গেছেন। গত ৩১শে মে পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৬৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে মঙ্গলবার একদিনে ৬৪ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এর আগে এক দিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যুর রেকর্ড ছিল।
পরিসংখ্যানে দেখা গেছে, ১ থেকে ৭ই জুন ১৯৬, ৮ থেকে ১৪ই জুন ২৮৩, ১৫ থেকে ২১শে জুন ২৯৩ এবং সর্বশেষ ২২ থেকে ৩০শে জুন পর্যন্ত ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন মৃত্যুর সংখ্যা ৩৪ থেকে ৪৫ জনের মধ্যে থাকলেও হঠাৎ করে মঙ্গলবার ৬৪ জনের মৃত্যুতে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
এদিকে দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …