ক্রাইমর্বাতা রিপোট: সাংবাদিকসহ একাধিক হামলা মামলার আসামী দুর্ধর্ষ ইউপি সদস্য হাবিবুর রহমান ওরফে ছোট খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানার পুলিশ এসআই নুর আলমের নেতৃত্বে কাশেমপুর বাইপাস সড়ক এলাকা থেকে ইউপি সদস্য হাবিবুর রহমান ওরফে ছোট খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। ছোট খোকন সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত নাছের সরদারের পুত্র ও আগরদাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য। এলাকাবাসি জানান, গত ৩১ মে পূর্ব শত্রুতার জের ধরে ছোট খোকনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী স্টাইলে একই এলাকার ইনছুর আলির দোকোনে প্রবেশ করে টাকা লুট ও দোকানের মালমাল ভাংচুরসহ ইনছুর আলির মারধর ও রক্তাক্ত ফোলা জখম করে এবং তার স্ত্রীকে গুরুতর জখম করে ও শ্লীলতাহানী ঘটায়। উক্ত ঘটনায় চলতি বছরে গত ৩ জুন ইনছুর আলি বাদি হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা করে, যার মামলা নং ১২। এলাকাবাসি আরও জানান, এর আগে ছোট খোকনের বিরুদ্ধে ২০১৪ সালে সরকার বিরোধী নাশকতা কর্মকান্ড, স্থানীয় এক সাংবাদিকের উপর হামলা, এক ফিড ব্যবসায়ী দোকান মালিককে কুপিয়ে জখম, এক নারীকে জখম, দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। ছোট খোকনের সন্ত্রাসী কর্মকান্ডে ত্রাসে এলাকার মানুষ আতঙ্ক থাকে। তার ভয়ে এলাকার মানুষ প্রতিবাদ করতে সাহস পায় না বলে এলাকাবাসি জানান। হাবিবুর রহমান ওরফে ছোট খোকনের আটকের বিষয়ে সাতক্ষীরা থানার এসআই নুর আলম জানান, একটি মামলায় গোপন সংবাদের ভিক্তিতে কাশেমপুর বাইপাস সড়ক এলাকা থেকে ছোট খোকনকে আটক করা হয়
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …