পিতার কাঁধে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু আড়াই বছরের শিশু ফারিয়া:বাকরুদ্ধ

 ক্রাইমর্বাতা রিপোট: : করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিলে যোগ হল রাউজানের আড়াই বছরের শিশু ফারিয়া।
করোনার উপসর্গ শ্বাসকষ্ট ও পা ফুলে যাওয়ায় তার ঠাঁই হয় নি কোথাও!
প্রথমে গিয়েছিল টেক্সটাইলের একটা হাসপাতালে (ডাক্তার নেই), তারপর ছুটে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে (সিট নেই), এরপর চট্টগ্রাম মেডিকেলে এসেও আগ্রহ দেখাচ্ছে না কেউ!
পরে উপস্থিত সাংবাদিকদের চাপের মুখে অনেকক্ষণ পর চমেকের কর্তব্যরত চিকিৎসক তাকে ৯ নং শিশু ওয়ার্ডে নিয়ে যেতে বলে।
বাবা দৌঁড়েদৌঁড়ে ৯ নং ওয়ার্ডের দিকে ছুটতে থাকেন অবুঝ শিশুকে কাঁধে নিয়ে।
কিন্তু শিশু ওয়ার্ডের ভিতর আর ঢুকার দরকার পড়েনি ফারিয়ার। বাবার কাঁধে মাথা রেখেই চলে যায় না ফেরার দেশে।
তার বাবা-মা আদরের সন্তানের মৃত্যুটা কোনক্রমেই মেনে নিতে পারছেন না। উপস্থিত সাংবাদিকরাও বাকরুদ্ধ হয়ে পড়েন!
তখনও ছোট্ট ফারিয়ার তুলতুলে নখে লাগানো ছিল তার সাধের নেইলপলিশ‌!
চমেক থেকে হৃদয়বিদারক ছবিগুলো তুলেছেন সাংবাদিক: S M Tamanna.

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।