ক্রাইমর্বাতা রিপোট: বাংলাদেশ দলের মধ্যে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মনে করা হয় মুশফিকৃুর রহীমকে। দলের ঐচ্ছিক অনুশীলনও বাদ দেন না। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের মাঠে আসা আটকে দিয়েছে করোনা ভাইরাস। আজ সোমবার মুশফিকুর রহীম গিয়েছিলেন হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। নিজের ফেসবুক পেজে দেয়া ছবিতে দেখা যায়, মাস্ক ও গ্লাভস পরে দাঁড়িয়ে রয়েছেন মিরপুর স্টেডিয়ামের সবুজ গালিচায়। প্রায় চার মাস পর প্রিয় মাঠে গিয়ে হয়তো মুশফিকের মনে জেগেছে মাঠে ফেরার ব্যাকুলতা। ফেসবুকে ছবি দিয়ে লিখেছেন, ‘অসাধারণ এই ভেন্যুকে মিস করছি…কেবল সর্বশক্তিমানই জানেন, আবার কবে আমরা অনুশীলন শুরু করতে পারব।’ মুশফিক ব্যাক্তিগত কাজে শেরে বাংলা স্টেডিয়ামে গিয়ে কিছুক্ষণ কাটিয়েছেন প্রিয় ড্রেসিংরুমেও।
গত ১৫ই মার্চ ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে মুশফিকুর রহীমের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথমবারের মতো ঢাকা আবাহনীর হয়ে খেলতে নেমে করেছিলেন ১২৭ রান।
এরপরই বন্ধ হয়ে যায় ক্রিকেটসহ দেশের সবধরনের খেলাধুলা।