পাইকগাছায় সাবেক চেয়ারম্যান মুনছুর গাজীকে হত্যা প্রচেষ্টার ষড়যন্ত্র ফাঁস

জি,এ, গফুর:  পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজীকে হত্যা প্রচেষ্টার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। এ ঘটনায় ষড়যন্ত্রকারীরা ৩ লাখ টাকার বিনিময়ে হত্যা করার জন্য ভাড়াটিয়া ঠিক করলে তাদের নিকট থেকে একটি চিঠিতে এ ঘটনা জানতে পেরে সাবেক চেয়ারম্যান থানায় সাধারণ ডায়েরী করেছে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের একটি ভাটা নিয়ে কাওয়ালী গ্রামের মৃত কেনাই সরদারের পুত্র জলিল সরদার, মৃত রাজ্জাক গাজীর পুত্র জালাল গাজীদের সাথে একই এলাকার মৃত রাজ্জাক সরদারের পুত্র হামিদ সরদার, কেনাই সরদারের পুত্র গণি সরদারদের বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষ অত্র ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজীর স্মরণাপন্ন হলে তিনি উভয়পক্ষকে নিয়ে শালিসীর মাধ্যমে আপোষ মীমাংসা করে দেন। কিন্তু ভাটার দখলে থাকা জলিল সরদার ও রাজ্জাক সরদার উক্ত মীমাংসা না মেনে তারা চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে চেয়ারম্যানকে হত্যার জন্য ডুমুরিয়া এলাকার কিছু ভাড়াটিয়া ঠিক করে। তাদেরকে নিকট জলিল সরদার স্বাক্ষরিত ৩ লাখ টাকার বিনিময়ে ননজুডিসিয়াল স্ট্যাম্প প্রদান করেন। মিশন সমাপ্ত হওয়ার পর টাকা দিয়ে স্ট্যাম্প ফেরত আনবে মর্মে চুক্তি হয়। পরবর্তীতে চাঁদখালী কৃষি ব্যাংকে ইউপি চেয়ারম্যানকে দেখে তারা ফিরে যায় এবং জলিল ও জালালকে বিভিন্নভাবে খোঁজ করতে থাকে। অবশেষে সেই বিনিময় স্ট্যাম্পের ফটোকপি ও একটি চিঠি অন্য চেয়ারম্যানের নিকট পৌছে দিয়ে তারা চলে যায়। উক্ত চিঠি এবং জলিল-জালালের আচরণের উপর সাবেক ইউপি চেয়ারম্যান পাইকগাছা থানায় বুধবার ৪০৮নং সাধারণ ডায়েরী করেছে। ওসি এজাজ শফী জানান, চাঁদখালী ইউপির সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজীর অভিযোগটি সাধারণ ডায়েরী হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছা পৌরসভায় করোনায় আক্রান্ত ১৫টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা পৌরসভায় লকডাউনে থাকা করোনায় আক্রান্ত ১৫টি পরিবারের মধ্যে চাল, ডাল সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকালে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর প্রত্যেকের বাড়ীতে চাল, ডাল, তরি-তরকারি, ফুলমুল ও মসলা জাতীয় ৩০ প্রকারের পণ্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সচিব মোঃ লিয়াকত হোসেন, প্যানেল মেয়র এস,এম, ইমদাদুল হক, এস,এম, তৈয়েবুর রহমান, সরবানু বেগম, কাজী নেয়ামুল হুদা কামাল, রবিশংকর মন্ডল, পুলিশ কর্মকর্তা কামারুজ্জামান।

পাইকগাছায় ভিটা সংলগ্ন জমিতে জোরপূর্বক বিদ্যুতের খুঁটি স্থাপন করায় ১০জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় অন্যের বসত ভিটা সংলগ্ন জমিতে জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে বিদ্যুতের খুঁটি পুঁতে তার সংযোগ করায় কর্তৃপক্ষ সহ ১০জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। উপজেলার ঘোষাল গ্রামের শওকত গাজীর বাড়ী সংলগ্ন জমিতে জোরপূর্বক বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। এসময় তার বাড়ী থেকে কিছু গাছ, বাঁশ কেটে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। এ অভিযোগে নির্বাহী প্রকৌশলী, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, খুলনা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, খুলনা, জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, খুলনা, ডেপুটি জেনারেল ম্যানেজার, পাইকগাছা জোনাল অফিস, ঠিকাদার শরিফুল ইসলাম, ময়নুর সরদার, বাবু সরদার, ইলেকট্রিশিয়ান শাহজাহান আলী ও লুৎফর রহমানের নামে লিগ্যাল নোটিশ হয়েছে। এ ব্যাপারে এ্যাড. জি,এম, আমজাদ হোসেন জানান, ২১ নভেম্বর ২০১৯ তারিখে প্রথম লিগ্যাল নোটিশ দেয়া হয়। যার জবাব না দেয়ায় পুনরায় ০৫ জুলাই ২০২০ তারিখে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। এ ব্যাপারে পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম মোঃ রেজায়েত আলী জানান, আমি কোন লিগ্যাল নোটিশ পায়নি। এ ব্যাপারে আমি কোন কিছু অবগত নই।

পাইকগাছায় স্বামী কর্তৃক মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে আহত
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় স্বামী কর্তৃক সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্যকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার গদাইপুর ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ৩ ওয়ার্ডের সদস্য ও বান্দিকাটি গ্রামের আকরাম হোসেন মিন্টুর স্ত্রী রোজিনা বেগমকে রোববার সকালে স্কুলের মিটিং শেষে বাড়ী আসার পর কোন কিছু বুঝে ওঠার আগেই স্বামী মিন্টু তাকে লাঠিপেটা করে গুরুতর আহত করে। এসময় রোজিনা চেয়ারম্যানকে জানালে তিনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, চৌকিদার ও সচিবকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। তারা আসলে মিন্টু তাদেরকেও অপমান অপদস্ত করে। পরবর্তীতে রোজিনাকে বাড়ী থেকে উদ্ধারের জন্য চেয়ারম্যান থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে আহত রোজিনাকে উদ্ধার পূর্বক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পাইকগাছা থানায় ইউপি সদস্য রোজিনা বেগম স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে।

পাইকগাছায় মন্দিরের টাকা আত্মসাত করায় অভিযোগ দায়ের হয়েছে
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় মন্দিরের টাকা আত্মসাৎ করায় দু’জনের বিরুদ্ধে ইউএনও দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার স্মরণখালী সার্বজনীন দুর্গা পূজা মন্দিরের উন্নয়নকল্পে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ১৫ হাজার বরাদ্দ হয়। উক্ত টাকা মন্দির কমিটির ব্যক্তিদের স্বাক্ষর জাল করে ভুয়া রেজুলেশন দেখিয়ে উপজেলার স্মরণখালী গ্রামের গৌতম বাছাড় ও দিনেশ সরদার উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন মন্দির কমিটির সভাপতি বকুল বাছাড় ও সম্পাদক সুকুমার বাছাড় উপজেলা নির্বাহী অফিসার দপ্তর লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত টাকা আদায় ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সভাপতি ও সম্পাদক জোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে গৌতম বাছাড় জানান, উক্ত টাকা দিয়ে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি।

প্রেরক
জি,এ, গফুর
পাইকগাছা, খুলনা।

Check Also

অস্থায়ী পাসে সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। বিএসআরএফ সদস্যসহ যারা সচিবালয়ে নিয়মিত যুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।