এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে: সৌরভ

ক্রাইমর্বাতা রিপোট :   চলতি বছরে এশিয়া কাপ হবে কি না, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, এ বছর এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে না। আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক ইন্টারভিউয়ে সৌরভ বলেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এ বারে আর হচ্ছে না।’

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ারও জোর গুঞ্জন রয়েছে। ডেইলি টেলিগ্রাফ অস্ট্রেলিয়ার এক প্রতিবেদন অনুযায়ী শুক্রবারই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এখনো ঘোষণা না আসায় বিসিসিআইয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছে। কেননা বিশ্বকাপ বাতিল হয়ে আইপিএল নিয়ে পরিকল্পনা এগোতে পারবে তারা। সৌরভ বলেন, ‘আইসিসি হয়তো চেষ্টা করছে, সব দিক ভাল ভাবে দেখে নিতে যে, বিশ্বকাপ আয়োজনের আর কোনও সম্ভাবনা আছে কি না। বিশ্বকাপ থেকে হওয়া মুনাফা থেকে সব দেশকে আর্থিক অনুদানও দেওয়া হয়।

তা থেকে ক্রিকেট উন্নয়নের অনেক কাজ হয়। নানা দিক নিয়ে ভাবতে হচ্ছে। তাই হয়তো আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। আমরা আইসিসি-র সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তার পরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’

দেশের মাটিতে আইপিএল আয়োজন সম্ভব না হলে বিদেশে হবে- এমনটা আগেই জানিয়েছিলেন সৌরভ। তবে ঘরে আয়োজনের জন্য শেষ মুহূর্ত অপেক্ষ করবেন বলে জানালেন বিসিসিআই বস, ‘শ্রীলঙ্কা আর দুবাই নিয়ে কথাবার্তা চলছে। তবে আমাদের প্রথম পছন্দ অবশ্যই নিজেদের দেশে করা। যদি পরিস্থিতির উন্নতি হয় তবেই তা সম্ভব। আইপিএলে যে আটটা শহরের দল খেলে, তার মধ্যে পাঁচটা শহরেই করোনার প্রকোপ সাংঘাতিক। সেটাও মাথায় রাখতে হবে।’

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।