দীর্ঘদিন পরে শুটিং শুরু হলো টলিউডে, শট দিলেন নুসরাত

ক্রাইমর্বাতা রিপোট :   বহুদিন পরে আজ বুধবার টলিপাড়ায় শোনা গেল সেই পরিচিত শব্দ, স্টার্ট – ক্যামেরা – অ্যাকশন। করোনা জনিত লকডাউনে দীর্ঘ কয়েকমাস পরে ফিচার ফিল্ম এর শুটিং শুরু হলো স্বাস্থ্যবিধি মেনে। আয়ুষ্মান প্রত্যুষের ছবি এস ও এস কলকাতাতে প্রথম শটটি দিলেন নুসরাত জাহান। যিনি এখন তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ। শট দিয়ে উচ্ছ্বসিত নুসরাত বললেন, খুব ভালো লাগছে কাজে ফিরতে পেরে। মাস্ক-এ মানুষগুলোর চেহারা বদলেছে। আন্তরিকতা বদলায়নি। নুসরাতের শটটি ছিল একটি কন্ট্রোল রুম এর যেখান থেকে হ্যাকিং হয়।

পরিচালক আয়ুষ্মান জানালেন, তাঁরা নির্ধারিত চল্লিশজন লোক নিয়ে কাজ করছেন। পঁয়তিরিশ জন সেটে থাকছেন। প্রত্যেকে মাস্ক পরছেন। ঘণ্টায় ঘণ্টায় ফ্লোর স্যানিটাইজ করা হচ্ছে। এই ছবিতে নুসরাত এর সঙ্গে আছেন আর এক সাংসদ মিমি চক্রবর্তী। আছেন যশ। কার্যত, আজ যশও একটা শট দিলোনা সুদীপ মুখোপাধ্যায় এর সঙ্গে। এই ছবিতে সব্যসাচী চক্রবর্তী, এনা সাহা এবং শান্তিলাল মুখোপাধ্যায়ও আছেন। অর্থাৎ, বল গড়িয়ে গেল ষ্টুডিওপাড়ায় কন্টেনমেন্ট জোনে কঠোর লকডাউন এর আগেই ।

Check Also

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।