ক্রাইমর্বাতা রিপোট : সাতক্ষীরা: করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আমজাদ হোসেন (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আমজাদ হোসেন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের গোলাম সরদারের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ভবতোষ কুমার মণ্ডল জানান, মঙ্গলবার দুপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন আমজাদ হোসেন। বুধবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
ডা. ভবতোষ কুমার মণ্ডল বলেন, স্বাস্থ্য বিধি মেনে মৃতের লাশ দাফনের প্রস্তুতি চলছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই ব্যক্তির বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।
সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষায় ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন ।