হাফিজুর রহমান শিমুল:
কালিগঞ্জে বুধবার (৮ জুলাই) মোট ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২৯ জুন কালিগঞ্জ উপজেলার মোট ২১ জনের নিকট থেকে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে নলতা শরীফের শ্রদ্ধেয় খাদেম মৌঃ আলহাজ্ব আনছার উদ্দিন মঙ্গলবার বেলা ৩ টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। বাকী ১০ জন বিভিন্ন ভাবে চিকিৎসা গ্রহন করছেন। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে প্রাপ্ত তথ্যে করোনা পজিটিভ ব্যাক্তিরা হলেন নলতার ইছাপুর গ্রামের ইদ্রীস আলীর স্ত্রী রাফিজা খানম (৩০), ইন্দ্রনগর গ্রামের আফাজতুল্যাহ এর পুত্র সাইদুল ইসলাম (২৭), নলতা শরীফের আব্দুস সোবহান এর পুত্র মাসুম বিল্লাহ (২৩), নলতা শরীফের আলহাজ্ব রোজিনা বিলকিস (৫০), কালিগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের কর্মকর্তা, মৃত ইজ্জত উল্যাহের পুত্র ইমদাদুল হক(৪৮), কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিষ্ট কিশোর কুমার কর্মকার (৩৮), দঃ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সুভাস চন্দের পুত্র অমিত কুমার (৩৫), একই গ্রামের গৌরচন্দ্র বিশ্বাসের পুত্র অসিম কুমার বিশ্বাস (২৫), দঃ শ্রীপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফিরোজা পারভীন (৩০) ও দঃ শ্রীপুর গ্রামের আব্দুস সবুরের পুত্র মোস্তফা সোহাগ (৩৫)। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান এর নিকট জানতে চাইলে করোনা পজিটিভ বিষয়টি নিশ্চিত করেছেন।