ক্রাইমর্বাতা রিপোট : গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ৩১ জনের করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট ২৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে বুধবার বিকালে পাওয়া নমুনা রিপোর্ট ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে রয়েছেন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রীতা রানী মন্ডল, একই স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী মাহমুদ, গীতা রানী সরকার, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ল্যাব টেকনোশিয়ান কিশোর কুমার কর্মকার, পল্লী বিদ্যুৎ কর্মী ইমদাদুল হকসহ ৩১ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট ২৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …