তারিকুল ইসলাম: প্রত্যাপনগর: আশাশুনির কুড়িকাহুনিয়ায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ বাঁধ সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে উপজেলার প্রতাপনগরের কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। এরমধ্যে কুড়িকাহুনিয়া গড়িমহল খালের গাজী বাড়ির সামনে পাউবো’র বেড়িবাঁধ ভেঙে নদীর পানি জোয়ার-ভাটা খেলতে থাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের তত্ত্বাবধানে বাঁধটি সংস্কারে কাজ চলছে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দের নেতৃত্বে। এলাকাবাসীর অংশ গ্রহনে স্বেচ্ছাশ্রমে বাঁধের কাজ চলছে দ্রুত গতিতে। বাঁধের বড় অংশের কাজ ইতোমধ্যেই শেষ হওয়ার পথে। বানভাসী মানুষ মানবেতর জীবন যাপন থেকে রক্ষা পেতে স্বত:স্ফুর্ত ভাবে বাঁধের কাজে অংশ নিতে দেখা গেছে
