ক্রাইমর্বাত রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ রোগে ছয়জন মারা গেলেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
মারা যাওয়া ব্যক্তির নাম মাসুদ হোসেন (৩৮)। তিনি সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া আমতলা এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মাসুদ হোসেন গত ৩০ জুন হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়ে আসে। ২ জুলাই তাঁর নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ৭ জুলাই ওই নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনাভাইরাস পজিটিভ আসে। ৮ জুলাই অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
মানস কুমার মণ্ডল আরও জানান, মাসুদ হোসেনের মৃত্যুর পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়কে জানানো হয়েছে।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আজ দুপুরে ভর্তি হন আব্দুস সাত্তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনিও মারা যান।
মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিক আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।
এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।