ক্রাইমবাতা ডেস্করিপোট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় পার্টির নেতা মেজর (অব.) খালেদ আখতার মারা গেছেন।
শনিবার ভোর ৬টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
খালেদ প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব ছিলেন। এছাড়া তিনি হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি প্রায় মাসখানেক যাবত সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।