শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ঃ শ্যামনগরের কাশিমাড়ীর কানাডা প্রবাসী এ্যাড. মুজিবর রহমানের তত্বাবধানে পরিচালিত কানাডীয় সংস্থা অন্তারিও বেঙ্গলি কালচারাল সোসাইটির উদ্যোগে শ্যামনগরের কাশিমাড়ীতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১জুলাই) সকাল ১০টায় জয়নগর মোল্ল্যা কমপ্লেক্স থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর প্রতিনিধি উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিনিধি ডিএম মফিজুর রহমান, সমাজসেবক আজিজুল হক সরদার, আলহাজ্ব আলী আফসার, মাস্টার সওকাত হোসেন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী, উক্ত, রজব হাজ্বী, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, রবিউল ফকির, আব্দুল মান্নান সানা, গাজী শাহীনুর রহমান প্রমুখ। এসময় ৫ শতাধিক ব্যক্তির মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …