ইসলামী ব্যাংকের ৫ কর্মকর্তাসহ সাতক্ষীরার কালিগঞ্জে আজ ২০ জন করোনায় আক্রান্ত

হাফিজুর রহমান শিমুল:  (ক্রাইমর্বাতা রিপোট)কালিগঞ্জ:  সাতক্ষীরার কালিগেঞ্জে নতুন করে ২৯ জনের  মধ্যে ২০ জনসহ ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের মধ্যে ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার সেকেন্ড ম্যানেজার আবুল হুসাই,এসও নূরুজ্জামান,অফিস স্টাফ শমসের আলী,আব্দুর রহমান ও এসজি শরিফুল ইসলাম। ফলে ব্যাংকটিতে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সরকারী হিসাব মতে কালিগঞ্জে  আজকের যাদের দেহে করোনা ধরা পড়েছে তারা হলেন,  ০১/মোঃ সামিউল ইসলাম, বয়স 35 বছর, পিতা কাদের, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্কয়ার ফার্মাসিউটিক্যালস, শীতলপুরে থাকেন, ফোন ০১৭০৯৬৬১৩৭১.

০২/হারান সরকার বয়স 39, পিতা গোবিন্দ সরকার, নলতা, ফোন ০১৭২৭০০৯০৬৯.

০৩/শমসের আলী বয়স 50, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখা, ফোন ০১৭২৯৭৭৯৫৩৫.

০৪/শরিফুল ইসলাম বয়স 48, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখা, ফোন ০১৭৪৬৯৪৩১৯৯.

০৫/এ কে এম মনজুর কাদের বয়স 57 বছর, স্বাস্থ্য পরিদর্শক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালীগঞ্জ, ফোন ০১৭২১১১৯৪১৯

০৬/মোঃ খলিলুর রহমান বয়স 47 বছর, পিতা শহিদুর রহমান, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখা, ফোন 01715915339

০৭/ প্রসাদ স্বর্ণকার বয়স 65 বছর পিতা প্রফুল্ল স্বর্ণকার, নলতা, ফোন ০১৯১২৮৫০২২৫

০৮/মোঃ আব্দুল কাদের বয়স 58বছর, পিতা মোঃ আতাহার, বাজার গ্রাম কুশুলিয়া, ফোন ০১৭১২৪৯৪৭০৭

০৯/মোসাম্মৎ রহিমা খাতুন বয়স 38 বছর, স্বামী মাওলা বক্স, বাজার গ্রাম কুশুলিয়া, ফোন ০১৭১৪৭৩৭২৩৯

১০/মহিম হোসেন বয়স 15 বছর পিতা মাওলা বক্স, বাজার গ্রাম কুশুলিয়া, ফোন ০১৭১৪৭৩৭২৩৯

১১/মোহাম্মদ মাহবুবুর রহমান বয়স 40 বছর, পিতা আব্দুল্লাহ পার, অফিস সহকারি, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,( হাই ভাইরাল) ফোন ০১৭১৪৫০৯২২৪

১২/মোঃ আকবর হোসেন বয়স 45 বছর, পিতা আবুল হোসেন শীতলপুর মথুরেশপুর, ফোন ০১৭১৬৪২৩২১৪

১৩/রাফি বয়স 18 বছর পিতা আকবার হোসেন শীতলপুর মথুরেশপুর, ফোন ০১৭১৬৪২৩২১৪

১৪/রুহিনা তাসনিম বয়স 50 বছর, স্বামী আবুল কাশেম, নলতা ফোন ০১৯৫৪০১১২২০

১৫/ডাক্তার তাহমিনা পারভীন বয়স 34 বছর স্বামী ফজলুর রহমান, নলতা, ফোন ০১৯৫৯১৭৮৭০০

১৬/তাহিয়ান বয়স ০১ বছর পিতা ফজলুর রহমান, নলতা ফোন ০১৯৫৯১৭৮৭০০

১৭/তাস ওয়াপ বয়স 12 বছর পিতা ফজলুর রহমান নলতা ফোন ০১৯৫৯১৭৮৭০০

১৮/শেখ নাজমুল আহসান বয়স 40 বছর (উপজেলা ভাইস চেয়ারম্যান) পিতা শেখ আব্দুর রশিদ, মহতপুর কুশুলিয়া, ফোন ০১৭১২২৩০৮৫১(হাই ভাইরাল)

১৯/আবুল কাশেম বয়স 48 বছর পিতা মৃত নেছার উদ্দিন বাজার গ্রাম কুশুলিয়া ফোন ০১৭১২৪৯৪৭০৫

২০/রিয়াজুল 37 বছর পিতা এম এম আনোয়ার হোসেন, নলতা ফোন ০১৭৩৩০২৪৮৮৮

গত ১০/০৭/২০২০ তারিখ মোট 29 জন এর নমুনা সংগ্রহ করা হয়, তন্মধ্যে আজ ১২/০৭/২০২০ তারিখে মোট ২০ জনের রিপোর্ট পজিটিভ আসে, প্র

এর আগে যারা করোনায় আক্রান্ত হয় তারা হলেন,কালিগঞ্জ উপজেলার দেবহাটার মান্দারগাজীর ছেলে (৩)রিজাউল করিম, বয়স: ৪৫। আক্রান্তের তারিখ (০৫/০৫/২০),বাসন্তপুর গ্রামের (৬) নুরুল ইসলাম,বয়স:৭০ । আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),করিম গাজীর ছেলে (৭) হাসান, বয়স: ৫০। আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),সুশিলগাতি গ্রামের আব্দুল হামিদের ছেলে (৮) আবুল কালাম, বয়স: ৪০। আক্রান্তের তারিখ (১৭/০৫/২০), কোরা গ্রামের (৯) আবু সাইদ বয়স: ১৮। আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),মোকসেদ গাজীর ছেলে (১০) মুসা গাজী (৩২), বয়স: ৭০ । আক্রান্তের তারিখ (১৭/০৫/২০),নলতার কাজলা গ্রামের আবু বক্র সিদ্দিকের ছেলে(৪৮) ডা.আমিরুল, বয়স: ৩২, আক্রান্তের তারিখ (০৬/০৬/২০),নওয়াপাড়া এলাকার বাহার আলী সরদারের ছেলে(৫৬) মহিবুল ইসলাম, বয়স: ৩৮, আক্রান্তের তারিখ (০৮/০৬/২০),সিতলপুল এলাকার (৫৭)সুমাইয়া পারভিন, বয়স: ২৫, আক্রান্তের তারিখ (০৯/০৬/২০),কুশখালি ইউনিয়নের,বাজার গ্রামের (৫৮) হামিদুল, বয়স: ২৭, আক্রান্তের তারিখ (০৯/০৬/২০),ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মাহবুব আলীর ছেলে(৮০) রাজু আহম্মেদ, বয়স: ৩০, আক্রান্তের তারিখ (১৩/০৬/২০),মথেরেশপুর এলাকার হারুন আর রশিদের ছেলে(৯১)নাইম, বয়স: ২৬, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০),বালিয়াডাঙ্গা এলাকার(৯২) নজরুল ইসলাম, বয়স: ৪৯, আক্রান্তের তারিখ (১৮/০৬/২০),

 

 

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।