কালিগঞ্জে ভাইস চেয়ারম্যানমোঃ রুহুল আমিন( চৌগাছা) যশোর,প্রতিনিধিঃ

চৌগাছায় আজ দুই ব্যাংক কর্মকতা সহ ৪ জনের করোনা শনাক্ত।

যশোরের চৌগাছায় সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা, গর্ভবতী নারী সহ চারজনের দেহে শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা রোগীর সংখ্যা ৪৯ জন।

আক্রান্ত ব্যক্তিরা হলেন,পৌরসভার তারনিবাস গ্রামের নজরুল ইসলাম, চৌগাছা সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ হাসান আলী ও জাহাঙ্গীর আলম এবং সিংহঝুলী গ্রামের গর্ভবতী মহিলা লাবনী খাতুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি জানা, গত ১১ জুলাই তাদের নমুনা পাঠানো হয় যশোর সিভিল সার্জন অফিসে। সেখান থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। রবিবার যবিপ্রবির জিনোম সেন্টারে এই ৪ জনের করোনা শনাক্ত হয়। যে রিপোর্ট সোমবার এসে পৌছায়। তারা সকলেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।সহ করোনা আক্রান্ত মোট ২০ জন

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সহ করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ জন, ২৯ জনের নমুনা টেষ্টে ২০ জনই করোনা পজেটিভ।, লকডাউন ঘোষনা। এপর্যন্ত উপজেলায় ২শ ৫২ জনের নমুনা টেষ্টে মোট আক্রান্ত হয়েছেন ৭০ জন।
কালিগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, শুক্রবার (১০ জুলাই) মোট ২৯ জনের নমুনা সংগ্রহ করে করোনা টেষ্টের জন্য পাঠানো হয়। রবিবার (১২ জুলাই) টেষ্টের রিপোর্টে ২০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। সনাক্ত ব্যাক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহৎপুর গ্রামের শেখ আঃ রশিদ এর পুত্র শেখ নাজমুল আহসান (৪০), মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আব্দুল কাদের এর পুত্র সামিউল ইসলাম (৩৫), নলতা গ্রামের গোবিন্দ সরকারের পুত্র হারাণ সরকার (৩৯), একই গ্রামের প্রফুল্ল স্বর্ণকারের পুত্র প্রসাদ কুমার স্বর্ণকার (৬৫), ফজলুর রহমানের স্ত্রী ডাঃ তাহমিনা পারভীন (৩৪) , এস এম আনোয়ার হোসেনের পুত্র এস এম রিয়াজুল ইসলাম (৩৭), আবুল কাশেম এর স্ত্রী রূহিনা তাসনিম (৫০), ফজলুর রহমানের পুত্র তাসওয়াপ (১২), তাহিয়ান (০১),
কালিগঞ্জ ইসলামী ব্যাংকের স্টাফ শমসের আলী (৫০), শরিফুল ইসলাম (৪৮), খলিলুর রহমান (৪৭), বাজার গ্রামের আতাহার হোসেনের পুত্র আব্দুল কাদের (৫৮), একই গ্রামের মৃত মাওলা বকস্ এর স্ত্রী রহিমা খাতুন (৩৮), মৃত মাওলা বকস্ এর পুত্র মহিম হোসেন (১৫), একই গ্রামের মৃত নেছার উদ্দীনের পুত্র আবুল কাশেম (৪৮), কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিস সহকারী আব্দুল্লাহ পাড় এর পুত্র মাহাবুবর রহমান পাড় (৪০), শীতলপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র আকবার হোসেন (৪৫), আকবার হোসেনের পুত্র রাফি হোসেন (১৮)। করোনা পজেটিভ বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান এর নিকট জানত চাইলে তিনি সত্যতা নিশ্চিত করেন।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।