সাতক্ষীরা সদর এমপি রবি করোনায় আক্রান্ত

মাহফিজুল ইসলাম আককাজ : করোনা যুদ্ধে যিনি নিজের জীবনের ঝুকি না নিয়ে শুধু জনগণের স্বার্থে করোনার সংক্রমণ রোধে সকলকে সচেতন করতে এবং সাতক্ষীরাকে করোনা মুক্ত করতে নিরলস ছুটে বেড়িয়েছেন। যিনি সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডের মানুষদের সহায়তার পাশা পাশি জনগণের পাশে থেকে সকলকে সচেতন করেছেন। ছুটে বেড়িয়েছেন প্রত্যন্ত গ্রামাঞ্চল। সেই জনগণের সেবক সাতক্ষীরার গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আজ নিজেই করোনায় আক্রান্ত। বেশ কিছু আগে তিনি অসুস্থবোধ করলে নিজেকে ঘরে আবদ্ধ করেন এবং করোনার নমুনা পরীক্ষার জন্য খুলনার পিসিআর ল্যাবে স্যাম্পল পাঠান। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। তিনি সোমবার (১৩ জুলাই) সকালে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় চলে যান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ঢাকায় যাওয়ার প্রাক্কালে তিনি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সরকারি স্বাস্থ বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়েছেন। এমপি রবি ও তার পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাস থেকে মুক্তি, দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ যেন এমপি রবিকে দ্রুত সুস্থ করে দেন সেজন্য সাতক্ষীরা তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।