ক্রাইমর্বাতা ডেস্করিপোট আর্থিক স্বচ্ছতা আইন ভঙ্গের দায়ে আগামী দুই মৌসুম ইউরোপসেরার ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নিষিদ্ধ হয়েছিল ম্যানচেস্টার সিটি। এর বিরুদ্ধে সুইজারল্যান্ডের ‘কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্টস’-এ আপিল করেছিল দলটি। আজ (১৩ই জুলাই) কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্টস রায় দিয়েছে ম্যানচেস্টার সিটির পক্ষে। আগামী দুই মৌসুম চ্যাম্পিয়নস লীগে খেলার নিষেধাজ্ঞা উঠে গেল সিটিজেনদের।