বগুড়া ও যশোরে চলছে নিয়ম রক্ষার ভোট

বগুড়া ব্যুরো ও কেশবপুর (যশোর) প্রতিনিধি:  যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেও নির্বাচন করতে হচ্ছে বলে দাবি করছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপনির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৩টি কেন্দ্র ঘুরে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায় ভোট পড়েছে গড়ে ১২ শতাংশ। বেশিরভাগ কেন্দ্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রর প্রিজাইডিং অফিসার শহীদুল ইসলাম জানান, তার কেন্দ্রর ৪ হাজার ১৮৯ ভোটারের মধ্যে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৫৬টি। বয়রা কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রর প্রিজাইডিং অফিসার জাহিদুল ইসলাম জানান, তার কেন্দ্রর ৩ হাজার ৩৮৯ ভোটারের মধে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত ৪৮৮ ভোট পড়েছে। একই পরিস্থিতি পাশের বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে ভোট পড়েছে গড়ে ১০ শতাংশ।

এ উপনির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৫ প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির অধ্যক্ষ মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মোহাম্মদ রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

বগুড়া-১ আসনে ১২৩টি ভোট কেন্দ্র। সারিয়াকান্দি ও সোনাতলা এ দুই উপজেলা নিয়ে গঠিত আসনটিতে তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন ভোটারের মধ্যে সারিয়াকান্দি উপজেলায় এক লাখ ৭৭ হাজার ৩৫২ জন ও সোনাতলা উপজেলায় এক লাখ ৫৩ হাজার ৫৬৬ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ এক লাখ ৬২ হাজার ৩৩২ জন ও নারী এক লাখ ৬৮ হাজার ৫৮৬ জন।

যশোর-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির বলেন, স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ চলছে। সব কেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য ব্যানার রাখা হয়েছে।

কেশবপুরের সাগরদাড়ি ইউনিয়েনের চিংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সেখানে ২৮ শতাংশ ভোট পড়েছে।

কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে যশোর-৬, কেশবপুর সংসদীয় আসন গঠিত। মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ১২২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৯৬ জন। মোট ভোটকেন্দ্র ৭৯টি ও বুথ ৩৭৪টি। ৭৯ জন প্রিজাইটিং অফিসার, ৩৭৪ জন সহকারি প্রিজাইটিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার উপনির্বাচনে দায়িত্ব পালন করছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মো. বজলুর রশীদ।

আওয়ামী লীগের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন এবং একই দলের আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য হয়।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।