লক্ষ্মীপুর প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি চেয়ারম্যান শাহজাহান কামাল মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
শাহজাহান কামাল রায়পুর কেরোয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বড় ছেলে রায়পুর পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক তানজিদ কামাল।
তানজিদ জানান, তার বাবা শাহজাহান কামাল করোনা আক্রান্ত হলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ২৬ দিন চিকিৎসাধীন ছিলেন। এর পর মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি।
এর আগে ২১ জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্যা মারা যান। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় দুই জন ইউপি চেয়ারম্যানের মারা গেলেন।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৬ জন। আর করোনা উপসর্গে মারা গেছেন ৬৭ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৬ জন। জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১২৩ জন। মোট সুস্থ হয়েছেন ৭৬৯ জন।