আমিই হতাম পরবর্তী শাহরুখ’

ক্রাইমর্বাতা ডেস্করিপোট:  সুশান্ত সিং রাজপুতের মতো তাকেও বলিউড জোর করে অবসাদের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন টিভি তারকা শরদ মালহোত্রা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। অভিনেতা এও দাবি করেন, তাকে যদি সঠিকভাবে মূল্যায়ণ করা হতো, তা হলে তিনিই হতেন বলিউডের পরবর্তী শাহরুখ খান।

জনপ্রিয় টিভি শো ‘বানো ম্যায় তেরি দুলহান’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন শরদ মালহোত্রা। ২০০৬ সালের সেই শো খুবই জনপ্রিয় হয়েছিল বলে জানান শরদ। অভিনেতার কথায়, ‘ঘরে ঘরে আমি পরিচিতি পেয়েছিলাম। বেশ কিছু পুরস্কারও পেয়েছি। কিন্তু বলিউডে কোনো দাগ কাটতে পারলাম না।’

শরদ বলেন, ‘শো হিট হওয়ার পর আমার মনে হয়েছিল, আমিই পরবর্তী শাহরুখ খান হতে চলেছি। বলিউডে পরপর দুটো ছবিও করলাম। ‘ফ্রম সিডনি উইথ লাভ’ এবং ‘এক তেরা সাথ’। কিন্তু দুটো ছবিই ফ্লপ হল। সে সময় আমি সম্পূর্ণ ভেঙে পড়ি। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল ওটা। তখন আমি টিভি শো বন্ধ করে দেয়ার কথাও ভেবেছিলাম।’

তিনি আরও জানান, ‘চার বছর আমি সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কারো সঙ্গে কথা বলতাম না। দীর্ঘক্ষণ ধ্যান করতাম, শরীরচর্চা করতাম। সেই সঙ্গে আধ্যাত্মিক চর্চাও করতাম। দুই বছর পর দেখলাম, আমি আবার আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছি। এরপর আবার ডাক পেলাম টেলিভিশন থেকে। ছুটে গেলাম আমার পুরনো জায়গাতে। ভেবে দেখলাম, সমুদ্রের চুনোপুঁটি হওয়ার থেকে পুকুরের বড় মাছ হওয়া ভালো।’

এরপরও তিনি আশা রেখেছিলেন বলে জানান শরদ, যে একদিন নিশ্চয়ই সিনেমায় নাম করতে পারবেন। তিনি মনে করেন, ‘জীবনে সাফল্য আর ব্যর্থতা দুটোই থাকবে। এর কোনো শেষ নেই। জীবনে আমাদের এরকম অনেক ব্যর্থতার সম্মুখীন হতে হয়। কিন্তু আমি খুশি যে, সেই অবস্থা থেকে নিজেকে বের করে আনতে পেরেছি। আমার আগের জীবন আবার ফিরে পেয়েছি।’

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।