ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: করোনা আক্রান্তদের দিয়ে অফিস চালাচ্ছে কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখা। বৃহস্পতিবার সকালে ব্যাংকটির পাঁচজন স্টাফ নতুন করে করোনায় আক্রান্ত হয়। কালিগঞ্জ স্বাস্থ বিভাগ সকাল ১০টার দিকে ব্যাংক কর্তৃপক্ষকে পাঁচজন স্টাফের করোনা পজেটিভ ধরা পড়েছে বলে জানিয়ে দেয়। এরপরও জনবল সংকট দেখিয়ে তাদের দিয়ে বিকাল ৫টা পর্যন্ত অফিস করান কর্তৃপক্ষ। ফলে অফিস স্টাফও গ্রাহকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাখা টিতে দুইজন সিকিউরিটি গার্ডসহ ১৩ জন করোনায় আক্রান্ত।
বৃহষ্পতিবার যারা আক্রান্ত হয়েছে তারা হলেন, ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম,ফয়ছাল মাহমুদ, খায়রুল্লা,সিদ্দিকুর রহমান ও সিকিউরিটি গার্ড হাবিবুর রহমান।
এর আগে ব্যাংকটির আরো ৮ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়। তারা হলেন, ব্যাংকটির শাখা ব্যবাপস্থাপক নুর মোহাম্মদ, সেকেন্ড ম্যানেজার আবুল হোসেন, অফিস স্টাফ এসও নূরজ্জামান,শমসের আলী,খলিলুর রহমান,আকবার হোসেন, আব্দুর রহমান ও সিকিউরিটি গার্ড শরিফুল ইসলাম। এছাড়া করোনা উপর্সগ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছে আরো ৫ কর্মকর্তা
ব্যাংকটির সূত্র জানায়, শাখা টিতে মোট ৩৮ জন কর্মকতা রয়েছে। এছাড়া আরডিএস শাখায় আরো ১৩ জন অফিস স্টাফ রয়েছে।
ব্যাংকটির কয়েক জন গ্রাহক জানান, ব্যাংটিতে বর্তমানে লেনদেন করতে ভয় পাচ্ছি। বেশির ভাগ স্টাফ করোনায় আক্রান্ত। সরকারের উচিৎ ব্যাংকটি লকডাউন করে দেয়া।
ব্যাংটির এক কর্মকর্তা জানান,তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ থানাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …