মোঃ রুহুল আমিন(চৌগাছা) যশোর,প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আজ বৃহস্পতিবার উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী সহ নতুন করে ৯ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলা করোনা আক্রান্তের সংখ্যা ৬০ জন।
অন্য আক্রান্ত ব্যক্তিরা হলেন,মেহেদী মাসুদ চৌধুরীর গাড়ি চালক দুর্গাপুর গ্রামের সমির কুমার, গৃহপরিচারিকা দুর্গাপুর গ্রামের ফাতেমা, মাসুদ চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেয়া দুর্গাপুর গ্রামের নুর আলম, চৌগাছা সোনালী ব্যাংকের অফিসার চিরঞ্জিত, মাড়ুয়া গ্রামের হারুন অর রশীদ, বাদেখানপুর গ্রামের শাহাবুদ্দিন, ফতেপুর গ্রামের বকুল হোসেন এবং ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের নির্মল কুন্ডু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। এবং বলেন আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলশনে আছেন।
এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ১৬ জুলাই, ২০২০ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের, মাগুরার ৫০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও সাতক্ষীরার ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজিটিভ এবং ২০২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ড. শিরিন নিগার, পরীক্ষণ দলের সদস্য ও চেয়ারম্যান, এনএফটি বিভাগ।