ক্রাইমর্বাতা রিপোট: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভজকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর শাহেদের প্রধান সহযোগী তরিকুলের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. জসিমের আদালতে এ আদেশ দেয়া হয়। এর আগে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ডে চাইলে শুনানি শেষে শাহেদ ও মাসুদের ১০ দিনই এবং তরিকুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ।
সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে বুধবার ভোরে শাহেদকে আটক করা হয়। গত ৬ই জুলাই শাহেদের মালিকানাধীন রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান পরিচালনা করে র্যাব। জানা যায়, করোনাভাইরাসের ছয় হাজার ভুয়া প্রতিবেদন দিয়েছে এই হাসপাতাল। হাসপাতালের লাইসেন্সও নবায়ন করেনি।
শাহেদকে এক নম্বর আসামি করে মামলা করে র্যাব